কলকাতায় হিন্দুত্ববাদী পতাকা বাস থেকে খুলে নেওয়া হল, এবার কুলটিতে বাসে বাসে টাঙানো হল পতাকা
পিছনের টায়ার ফেটে উল্টে গেল ধান বোঝাই ভ্যান ! হতাহত শুন্য
বেহাল রাস্তার প্রতিবাদে কুলটিতে পথ অবরোধ করে বিক্ষোভ
জনতার ক্ষতি পূরণ করাই আসল লক্ষ্য হওয়া উচিৎ ! মেহুল চোকসির গ্রেপ্তারি প্রসঙ্গে কি বললেন রবার্ট বঢরা
ডেবরায় অসুস্থ হনুমানকে উদ্ধার করে চিকিৎসা করালো এলাকাবাসী, পাঠানো হল হিজলীতে
তারা তো বাংলার মধ্যেই রয়েছেন ! মুর্শিদাবাদের ঘরছাড়াদের নিয়ে একি মন্তব্য করলেন ফিরহাদ ?
এবার দিল্লি যাচ্ছেন চাকরিহারারা, যন্তরমন্তরে যাচ্ছেন দাবি পূরণের উদ্দেশ্যে
কংগ্রেস দেশকে সংবিধান উপহার দিয়েছে ! বড় মন্তব্য করলেন কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী শিবকুমার
পার্কস্ট্রিটে ব্রেক ফেল করল বাস, আর তারপরই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা

সইফ হামলা তদন্তে চাঞ্চল্য, নদীয়ায় মিলল সন্দেহভাজন

নদিয়ার মাজদিয়ায় খুকুমণি। তাঁর নামেই সিম নথিভুক্ত। ৪ মাস আগে কলকাতা মেডিক্যাল কলেজে ডাক্তার দেখাতে এসেছিলেন। খুকুমণি আরও জানিয়েছে, হাসপাতাল থেকেই খোয়া যায় তাঁর মোবাইল। খোয়া যাওয়া মোবাইলের সিম কার্ড কীভাবে পৌঁছল শরিফুলের কাছে ?

author-image
Jaita Chowdhury
New Update
chdhyearh

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: মুম্বইয়ের (Mumbai) বান্দ্রায় সইফ আলি খানের (Saif Ali Khan) উপর হামলার তদন্তে ধোঁয়াশা অব্যাহত। ধৃত শরিফুল ইসলাম বাংলাদেশের নাগরিক হয়ে সিম কার্ড পেলেন কোথা থেকে? কলকাতায় এসে তদন্তে মুম্বই পুলিশ (Mumbai Police)।

যার নামে সিম কার্ড ব্যবহার করছিল শরিফুল, তাঁর খোঁজ পেল মুম্বই পুলিশ। নদিয়ার মাজদিয়ায় খুকুমণি। তাঁর নামেই সিম নথিভুক্ত। ৪ মাস আগে কলকাতা মেডিক্যাল কলেজে ডাক্তার দেখাতে এসেছিলেন। 

খুকুমণি আরও জানিয়েছে, হাসপাতাল থেকেই খোয়া যায় তাঁর মোবাইল। খোয়া যাওয়া মোবাইলের সিম কার্ড কীভাবে পৌঁছল শরিফুলের কাছে ? এবার সেই তদন্তে মুম্বই পুলিশ। 

উল্লেখ্য, সিম কার্ডটি তোলা হয়েছে খুকুমণির নামে। তাঁর বাবার নাম জাহাঙ্গির শেখ। সিম কার্ডের মালিকের খোঁজ করতে গতকাল নদিয়ার চাপড়ায় যায় মুম্বই পুলিশের টিম। সইফের উপর হামলাকারীর পরিচয় ও সিম কার্ড রহস্যের সমাধান করতে কার্যত হিমশিম খাচ্ছে মায়ানগরীর পুলিশ।