সইফ হামলা তদন্তে চাঞ্চল্য, নদীয়ায় মিলল সন্দেহভাজন

নদিয়ার মাজদিয়ায় খুকুমণি। তাঁর নামেই সিম নথিভুক্ত। ৪ মাস আগে কলকাতা মেডিক্যাল কলেজে ডাক্তার দেখাতে এসেছিলেন। খুকুমণি আরও জানিয়েছে, হাসপাতাল থেকেই খোয়া যায় তাঁর মোবাইল। খোয়া যাওয়া মোবাইলের সিম কার্ড কীভাবে পৌঁছল শরিফুলের কাছে ?

author-image
Jaita Chowdhury
New Update
chdhyearh

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: মুম্বইয়ের (Mumbai) বান্দ্রায় সইফ আলি খানের (Saif Ali Khan) উপর হামলার তদন্তে ধোঁয়াশা অব্যাহত। ধৃত শরিফুল ইসলাম বাংলাদেশের নাগরিক হয়ে সিম কার্ড পেলেন কোথা থেকে? কলকাতায় এসে তদন্তে মুম্বই পুলিশ (Mumbai Police)।

যার নামে সিম কার্ড ব্যবহার করছিল শরিফুল, তাঁর খোঁজ পেল মুম্বই পুলিশ। নদিয়ার মাজদিয়ায় খুকুমণি। তাঁর নামেই সিম নথিভুক্ত। ৪ মাস আগে কলকাতা মেডিক্যাল কলেজে ডাক্তার দেখাতে এসেছিলেন। 

খুকুমণি আরও জানিয়েছে, হাসপাতাল থেকেই খোয়া যায় তাঁর মোবাইল। খোয়া যাওয়া মোবাইলের সিম কার্ড কীভাবে পৌঁছল শরিফুলের কাছে ? এবার সেই তদন্তে মুম্বই পুলিশ। 

উল্লেখ্য, সিম কার্ডটি তোলা হয়েছে খুকুমণির নামে। তাঁর বাবার নাম জাহাঙ্গির শেখ। সিম কার্ডের মালিকের খোঁজ করতে গতকাল নদিয়ার চাপড়ায় যায় মুম্বই পুলিশের টিম। সইফের উপর হামলাকারীর পরিচয় ও সিম কার্ড রহস্যের সমাধান করতে কার্যত হিমশিম খাচ্ছে মায়ানগরীর পুলিশ।