নিজস্ব সংবাদদাতাঃ দেশের সাধারণ মানুষের সুযোগ সুবিধার জন্য প্রায়শই বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকেই রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। লোকসভা নির্বাচনের আগেও বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকার দেশের নাগরিকদের জন্য বিশেষ কিছু প্রকল্প চালু করেছে।
প্রসঙ্গত, নির্বাচনের পরেও এবার কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য প্রদান করার বন্দোবস্ত শুরু হয়েছে। এবার দেশের কৃষকদের জন্য ১০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। সুতরাং যে সকল কৃষকরা সরকারের এই সুবিধা নিতে ইচ্ছুক তাদের ৩১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।
জানা গিয়েছে, দেশের কৃষকদের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য প্রদানের করা হয়েছে। তবে এই প্রকল্পের সুযোগ সুবিধা কেন্দ্র সরকার বা পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে না। অর্থাৎ বাংলার প্রতিবেশী রাজ্য বিহার সরকারের তরফ থেকে দেশের কৃষকদের এই সুবিধা দেওয়া হচ্ছে।
বিহারে কৃষকদের সুবিধার্থে বিহারের রাষ্ট্রীয় কৃষি যোজনার অধীনে কৃষি পণ্য সংরক্ষণ করার ক্ষেত্রে গুদাম তৈরির জন্য এই আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করা হয়েছে। বিহার সরকারের তরফে গুদাম তৈরির জন্য ১০০ থেকে ২০০ টন খাদ্যশস্য মজুত রাখা যাবে এমন গুদাম তৈরি করার ক্ষেত্রে ১০ লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। তবে এমন গুদাম তৈরীর সংখ্যা খুব সীমিত হতে চলেছে।
কৃষি কর্মকর্তা দীপক কুমার জানিয়েছেন, এই বছর বিহারে এই ধরনের গুদাম মোট তিনটি তৈরির লক্ষ্য রয়েছে। এই তিনটি গুদামের মধ্যে দুটি হবে ১০০ টন এবং একটি হবে ২০০ টন। এক্ষেত্রে ২০০ টনের গুদাম তৈরির ক্ষেত্রে ২০ লক্ষ টাকা খরচ হবে। ২০০ টনের গুদাম তৈরির জন্য সাধারণ কৃষকদের ৮ লক্ষ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর বিভাগের কৃষকদের ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদান করা হবে।
এছাড়াও, ১০০ টনের গুদাম তৈরি করতে মোট খরচ হবে ১৪ লক্ষ টাকা। এই গুদাম তৈরির জন্য সাধারণ কৃষকরা ৫.৫ লক্ষ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর কৃষকরা ৭ লক্ষ টাকা পর্যন্ত অনুদান পাবে। এক্ষেত্রে, এই গুদাম তৈরির জন্য আবেদন শুরু হয়ে গেছে অনলাইন মাধ্যমে। তবে ৩১ আগস্টের মধ্যে এই আবেদন করতে হবে।