নিজস্ব সংবাদদাতা : দীর্ঘদিন মহাকাশে থাকার পর অবশেষে কয়েকদিন আগেই পৃথিবীতে ফিরে এসেছেন সুনিতা উইলিয়ামস। আর এবার সুনিতাকে বিশেষ সম্মান জানানোর জন্য একটি রাস্তার নামকরণ করা হবে সুনিতা উইলিয়ামসের নামে।
/anm-bengali/media/media_files/2025/01/11/X0gaI8TAgJSCcvihZKJU.jpg)
এই বিষয়ে বিজেপি কর্পোরেটর রঞ্জিত সিং জানিয়েছেন, "আমিই প্রথম প্রস্তাব দিয়েছিলাম যে লখনউয়ের ইসরো অফিসের সামনের রাস্তাটির নাম, সুনীতা উইলিয়ামসের নামে রাখা হোক। আজ এই প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।"