দিল্লিতে জয়ী দল বিজেপিকে নিয়ে রমেশ বিধুরী আবার এক কথা বললেন

'২৭ বছর পর কালকাজিতে বিজেপি এত বিশাল ভোট শতাংশ জিততে পেরেছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ramesh biduri

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিজেপি কর্মীদের সাথে দেখা করার সময়, বিজেপি নেতা রমেশ বিধুরী বলেন, “বিজেপি কর্মী, সমর্থক এবং সহানুভূতিশীলদের কঠোর পরিশ্রমের কারণেই ২৭ বছর পর কালকাজিতে বিজেপি এত বিশাল ভোট শতাংশ জিততে পেরেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দিল্লিতে বিজেপি সরকার গঠনের জন্য দিল্লির জনগণকে ধন্যবাদ। অরবিন্দ কেজরিওয়াল ছিলেন অহংকারী। দিল্লি এবং এর জনগণ তাঁকে এই হিসেবেই বিবেচিত করেছে। জনগণ তাকে বাস্তবটা দেখিয়েছে”।

ramesh bidhurii