আমেরিকায় বাড়ছে ভারত বিরোধী খালিস্তানি কার্যকলাপ ! আমেরিকাকে সতর্ক করলো ভারত

কোন বিষয়ে আমেরিকাকে সতর্ক করলো ভারত ?

author-image
Debjit Biswas
New Update
aaaa

নিজস্ব সংবাদদাতা : আমেরিকায় বাড়ছে ভারত বিরোধী খলিস্তানি কার্যকলাপ, আজ এই বিষয়েই আমেরিকাকে ফের একবার সতর্ক করলো ভারত। আজ যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (DNI) তুলসি গাব্বার্ড-এর সঙ্গে সাক্ষাৎকালে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, আমেরিকার মাটিতে ক্রমেই বেড়ে চলা 'শিখ ফর জাস্টিস' (SFJ)-এর মতো খালিস্তানি সংগঠনের, ভারত বিরোধী কার্যকলাপের বিষয়টি উত্থাপন করেন।

TULSI GABBARD

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, রাজনাথ সিং এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই অবৈধ সংগঠনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমেরিকা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।