নিজস্ব সংবাদদাতা : আমেরিকায় বাড়ছে ভারত বিরোধী খলিস্তানি কার্যকলাপ, আজ এই বিষয়েই আমেরিকাকে ফের একবার সতর্ক করলো ভারত। আজ যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (DNI) তুলসি গাব্বার্ড-এর সঙ্গে সাক্ষাৎকালে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, আমেরিকার মাটিতে ক্রমেই বেড়ে চলা 'শিখ ফর জাস্টিস' (SFJ)-এর মতো খালিস্তানি সংগঠনের, ভারত বিরোধী কার্যকলাপের বিষয়টি উত্থাপন করেন।
/anm-bengali/media/media_files/2025/03/17/ze0SBu83AsMRGuzNmMEM.jpeg)
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, রাজনাথ সিং এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই অবৈধ সংগঠনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমেরিকা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।