নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি কেন্দ্র সরকার কেরালা, গুজরাত এবং আন্দামান ও নিকোবরের উপকূলীয় অঞ্চলে খননকার্য চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর এবার এই বিষয়ের বিরোধিতা করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
/anm-bengali/media/media_files/a866UlF2vSO4Dq7zYJaY.jpg)
চিঠিতে তিনি লেখেন, "কেন্দ্রের এই সিদ্ধান্তের আমি নিন্দা করছি। এই বিষয়ে উপকূলীয় সম্প্রদায়ও দীর্ঘদিন ধরে বিক্ষোভ করছে, কারণ কোনও পরিবেশগত প্রভাব বিশ্লেষণ না করেই উপকূলীয় অঞ্চলে খনির কাজ চালানোর দরপত্র আহ্বান করা হয়েছে। এই বিষয়কে কেন্দ্র করেই লক্ষ লক্ষ মৎস্যজীবী তাদের জীবিকা ও জীবনযাত্রা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।"