নিজস্ব সংবাদদাতা : ওয়াকফ সংশোধনী আইন কার্যকর হওয়ার পরেই, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে, তিনি এই রাজ্যে ওয়াকফ আইন কার্যকর হতে দেবেননা। কিন্তু এবার মুখ্যমন্ত্রীর এই দাবিকে কেন্দ্র করেই এক বিস্ফোরক টুইট করলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি। তিনি নিজের টুইটে দাবি করেছেন যে রাজ্যে ওয়াকফ সংশোধনী আইন কার্যকর করার প্রথম ধাপ নিয়ে নিয়েছেন মমতা ব্যানার্জি।
/anm-bengali/media/media_files/mScpM13tM0plEK8JDETS.webp)
আজ নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন, ''ওয়াকফ সংশোধনী আইন অনুযায়ী, একজন চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) নিয়োগ বাধ্যতামূলক। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত্র বলছেন যে তিনি এই আইন কার্যকর করবেন না, বাস্তবে নবান্ন ইতিমধ্যেই CEO নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে — যা এই আইন কার্যকর করার প্রথম পদক্ষেপ হিসেবেই ধরা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় তার দুধ দেওয়া গরুদের গাধা বানাচ্ছেন। CEO নিয়োগ আগে করে, এই আইন লাগু করার পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছেন অনেক আগে থেকেই।''