নিজস্ব সংবাদদাতাঃ অমিত শাহ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। আজ তার সুলতানপুরের আদালতে হাজিরা দেওয়ার কথা রয়েছে। আজ তার জবানবন্দি রেকর্ড করা হবে।
/anm-bengali/media/post_attachments/c049c3060986259b049ad85628cd15c1ca8a38f815c0553b01c5ccc1b07aaed3.jpg)
এ ক্ষেত্রে প্রসঙ্গত যে, বিজেপি নেতা বিজয় মিশ্র সুলতানপুরে রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন।
/anm-bengali/media/post_attachments/ead39f3ce6630643eceb3a62c8232538ecb5772362bf97396e31df63fe5d8a92.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)