'ভারত' ছাড়তে পারলেন না প্রধানমন্ত্রী! নেপথ্যে বড় কাহিনী

ভারতেই রয়ে গেলেন ! এদিকে জি-২০ সম্মেলন শেষ। তাও ভারত ছাড়তে পারলেন না। বিমান বিভ্রাটে আটকে প্রধানমন্ত্রীর যাত্রা!

author-image
Pallabi Sanyal
New Update
123

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : জি-২০ সম্মেলনে এবারে সভাপতিত্ব করে ভারত। নয়া দিল্লির প্রগতি ময়দানে এক হয়েছিল গোটা বিশ্ব। হাজির ছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। সম্মেলন শেষ হয়েছে দুদিন আগে। একে একে নিজেদের দেশে ফিরে গিয়েছেন রাষ্ট্রনেতারা। এদিকে এখনও ভারত ছাড়তে পারলেন না ট্রুডো। বারতেই রয়ে গিয়েছেন তিনি। বিমানে প্রযুক্তিগত ত্রুটির কারণে রবিবার থেকে তাকে এদেশেই আটকে থাকতে হয় বাধ্য হয়ে।কানাডিয়ান সরকার প্রধানমন্ত্রীকে ফেরানোর জন্য একটি রয়্যাল কানাডিয়ান এয়ার ফোর্স উদ্ধারকারী বিমান পাঠিয়েছে যাতে  মঙ্গলবার বিকেলের মধ্যে ফিরে যেতে পারেন ট্রুডো।
তবে, বিমান বিভ্রাটের ঘটনা এই প্রথমবার নয়। এর আগেও ট্রুডোর বিমান একই ধরণের সমস্যায় পড়েছে। কেন বার বার ঘটছে একই ঘটনা? সমালোচনার ঝড় আন্তর্জাতিক থেকে জাতীয় রাজধানীতে।