নিজস্ব সংবাদদাতা: ব্যাঙ্কিং খাতের নয়টি প্রধান ইউনিয়নের একটি মিলিত সংগঠন, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) ২৪ এবং ২৫ মার্চ প্রস্তাবিত ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত করার কথা ঘোষণা করেছে। এখন এপ্রিলের তৃতীয় সপ্তাহে একটি বৈঠক হবে, যেটি দিল্লির মুখ্য শ্রম কমিশনার তদারকি করবেন।
ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) এবং ব্যাঙ্ক শিল্পের অফিসারদের সংগঠন AIBOC-এর তরফে জানানো হয়েছে, শুক্রবার মুম্বইয়ে প্রধান শ্রম কমিশনারের (CLC) সামনে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়নের প্রধান দাবিগুলি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়। শুক্রবার কেন্দ্রীয় শ্রম কমিশনারের সঙ্গে বৈঠকে ইতিবাচক পদক্ষেপের ইঙ্গিত মিলেছে।
/anm-bengali/media/media_files/bank2.jpg)