নিজস্ব সংবাদদাতা : বিরোধীদের ফোনে হ্যাক-অ্যালার্ট, সরকার কর্তৃক নজরদারির অভিযোগে এমনিতেই উত্তাল রাজনৈতিক দুনিয়া। এবার আগুনে ঘি ঢেলে পেগাসাস বিক্রির কথা স্মরণ করিয়ে দিলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ। তিনি বলেন," ঘটনার তদন্ত হওয়া উচিত। আগেও তথ্য পাওয়া গিয়েছিল যে ইসরায়েলের সফ্টওয়্যার পেগাসাস এই দেশের কাছে বিক্রি হয়েছিল এবং এটি ব্যবহার করা হয়েছিল। মানুষের উপর গুপ্তচরবৃত্তি। অ্যাপলের উচিত সমস্ত বিবরণ শেয়ার করা এবং সঠিক তদন্তের পর জনগণকে সত্য বলা উচিত।"