BREAKING: আমাদের সম্পর্ক আগের মতোই মজবুত ! মোদির নাগপুর সফরকে স্বাগত জানিয়ে বড় বার্তা দিল সংঘ

আজ নাগপুর সফরে মোদি সংঘের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেন।

author-image
Debjit Biswas
New Update
Modi


নিজস্ব সংবাদদাতা : এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাগপুর সফরকে স্বাগত জানিয়ে বড় বার্তা দিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)। আজ প্রধানমন্ত্রী মোদির নাগপুর সফরকে স্বাগত জানিয়ে সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে যে,  "বিজেপি ও আরএসএস একই আদর্শে বিশ্বাসী, এবং প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে।"

rss.jpg

এছাড়াও সংঘের পক্ষ থেকে জানানো হয় যে, ''বিজেপি ও সংঘের মধ্যে কোনো মতপার্থক্য নেই। আমাদের সম্পর্ক আগের মতোই মজবুত।''