নিজস্ব সংবাদদাতা : জি-২০ সম্মেলনে রয়েছে প্রচুর চমক। রাষ্ট্রপতি যে নৈশভোজের আয়োজন করবেন সেখানে বাজবে একটি গান। এককথায় বলতে গেলে মিউজিক্যাল ডিনার হতে চলেছে। এটি আমাদের দেশের সব অঞ্চলের সঙ্গীতশিল্পীদের প্রতিনিধিত্ব করবে। সেটা হিন্দুস্থানি কিংবা কর্নাটকি হতে পারে, আবার ভজন কিংবা লোকসঙ্গীতও হতে পারে। উপস্থিত থাকবেন ৭৭ জন মিউজিশিয়ন। এই ৭৭ জনের মধ্যে থাকবেন তরুণ ছাত্র, কিছু প্রতিবন্ধী ব্যক্তিও যারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন.।তারা খুব বিরল বাদ্যযন্ত্রও প্রদর্শন করবেন বলে জানিয়েছেন জি-২০-র প্রধান সমন্বয়কারী হর্ষ বর্ধন শ্রিংলা।