নিজস্ব সংবাদদাতা : মহারাষ্ট্রের ভুসাওয়াল বিভাগের বোদোয়াড রেলওয়ে স্টেশনে আজ সকালে একটি দুর্ঘটনা ঘটেছে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, মুম্বাই-অমরাবতী এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যখন ট্রাকটি একটি বন্ধ রেল ক্রসিং অতিক্রম করছিল তখন দুর্ঘটনাটি ঘটে। তবে, এই দুর্ঘটনায় ট্রাক চালক বা অন্য কোনো যাত্রীর আঘাত লাগেনি। দুর্ঘটনার পর সকাল ৮:৫০ টায় রেল চলাচল পুনরায় স্বাভাবিক হয়ে যায়।
/anm-bengali/media/media_files/2025/03/14/1000169691-183258.jpg)