নিজস্ব সংবাদদাতা: ডিজিটাল অ্যারেস্ট-প্রতারণায় কলকাতায় ১০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেল কেন্দ্রীয় তদন্তকারী দল। পুলিশ সূত্রে খবর, দেড়-দু’মাসের জন্য অ্যাকাউন্টগুলি ভাড়া নিত প্রতারকরা। ভাড়া নেওয়া অ্যাকাউন্টে ঢুকত সাইবার প্রতারণার টাকা। অ্যাকাউন্ট পিছু ভাড়া ৬০-৭০ হাজার টাকা, খবর ইডি সূত্রে।
/anm-bengali/media/media_files/gz3aakMTR0KY6AH4xnk9.jpeg)