নিজস্ব সংবাদদাতা: এসএসসি-র (SSC) অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি মঙ্গলবার। মন্ত্রিসভার অতিরিক্ত শূন্য়পদ তৈরির সিদ্ধান্তের তদন্ত কি চালিয়ে যাবে কেন্দ্রীয় তদন্তকারী দল সিবিআই? বহাল থাকবে রাজ্য মন্ত্রিসভার ভূমিকা নিয়ে হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ? সুপার নিউমেরারি পোস্টের আড়ালেই কি জালিয়াতি হয়েছিল? অতিরিক্ত শূন্য়পদ তৈরি নিয়ে শুরু থেকেই চলছে জোরদার বিতর্ক।
/anm-bengali/media/media_files/i85BhsZPZnE9cIY3lWxC.png)