ভেতরে ভেতরে ষড়যন্ত্র, জ্বলছে মণিপুর! প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছেন, বোমা ফাটালেন বড় কংগ্রেস নেতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বড় মন্তব্য করলেন কংগ্রেসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তথা সাংসদ জয়রাম রমেশ।

author-image
Aniruddha Chakraborty
New Update
;ল্কবনভ

নিজস্ব সংবাদদাতাঃ মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য প্রসঙ্গে কংগ্রেসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তথা সাংসদ জয়রাম রমেশ বলেন, "প্রধানমন্ত্রী আজ রাজ্যসভায় মণিপুর নিয়ে যা বলেছেন তা বাস্তবের থেকে আলাদা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিজেপি এবং তার সহযোগীরা মণিপুরে ২/৩ ভাগের বেশি ভোট পেয়েছিল। ১৫ মাসের মধ্যেই জ্বলতে শুরু করে মণিপুর। ভেতরে ভেতরে ষড়যন্ত্র হচ্ছে। প্রধানমন্ত্রী আজ পর্যন্ত মণিপুরে যাননি। আজকের আগে তিনি একটি কথাও বলেননি। আজ তিনি মুখ খুলতে বাধ্য হলেন। রাষ্ট্রপতির ভাষণে মণিপুরের খুব একটা উল্লেখ ছিল না। ১ জুলাই, ইনার মণিপুরের সাংসদ বিমল আকোইজামও প্রকাশ করেছিলেন যে মণিপুরের উল্লেখ করা হয়নি। কী এই ভণ্ডামি? বিরোধীরা যখন বেরিয়ে যায়, তখন প্রধানমন্ত্রীকে বারবার যে মিথ্যা কথা বলা হচ্ছিল তার খণ্ডন করার সুযোগ দেওয়া হয়নি। বিরোধীরা ওয়াক আউট করলে প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে কিছু কথা বলেন। তিনি যে শব্দগুলো ব্যবহার করেছিলেন তা বাস্তবতা থেকে আলাদা ছিল। আজও মণিপুরবাসী প্রশ্ন করছেন, প্রধানমন্ত্রী কেন মণিপুর সফরে যাচ্ছেন না?" 

Adddd