নিজস্ব সংবাদদাতা : এক অসম্ভব ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকলো মুম্বাই বিমানবন্দর। গতকাল মুম্বাই বিমানবন্দরের বাথরুমের ডাস্টবিনে এক নবজাতকের ভ্রুন মেলায় কার্যত হইচই পরে যায় মুম্বাই বিমানবন্দর জুড়ে। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে এক মা ও তার মেয়েকে শনাক্ত করা হয়, কিন্তু এরপর তদন্ত করতে নেমে যে তথ্য পুলিশের হাতে আসে তা আরও ভয়ঙ্কর ছিল। এই ঘটনার তদন্ত করতে নেমে পুলিশ জানতে পারে যে, পালগড়ের এক ব্যক্তি ওই মেয়েটিকে ধর্ষণ করেছিল, যারফলে ওই মেয়েটি প্রেগন্যান্ট হয়ে পরে।
/anm-bengali/media/media_files/1000061381.jpg)
এরপর গতকাল মুম্বাই বিমানবন্দরে ওই মেয়েটির গর্ভপাত হয়ে যায়, তারপরেই ওই মেয়েটির মা ওই নবজাতকের ভ্রুণটি বিমানবন্দরের ডাস্টবিনে ফেলে আসেন। এই ঘটনায় মা ও মেয়েকে ইতিমধ্যেই আটক করা হয়েছে, আর পালগড়ের ওই ব্যক্তির বিরুদ্ধেও প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস (POCSO) আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।