সাগরদিঘিতে মোতায়েন সিআরপিএফ
‘বিদ্যুৎহীন আজও থাকতাম, যদি কংগ্রেস থাকত’: প্রধানমন্ত্রী
উড়িয়ে দেওয়া হবে গাড়ি, হত্যা করা হবে সালমানকে ! এল হুমকি ফোন, তারপর ?
ক্যান্সারে আক্রান্ত মেহুল চোকসি, এই বিষয়টিই এবার কাজে লাগাচ্ছে তাঁর আইনজীবী
বন্ধ হয়ে যাবে সাঁতরাগাছির পুরোনো টিকিট কাউন্টার ! ১৫ই এপ্রিল থেকে নিউ বিল্ডিংয়ে পরিষেবা শুরু হবে
সরকারি যাত্রী প্রতীক্ষালয় এখন মিষ্টান্ন ভান্ডার! ক্ষোভে যাত্রীরা, দুর্গাপুরে অভিনব দৃশ্য
কলকাতায় হিন্দুত্ববাদী পতাকা বাস থেকে খুলে নেওয়া হল, এবার কুলটিতে বাসে বাসে টাঙানো হল পতাকা
পিছনের টায়ার ফেটে উল্টে গেল ধান বোঝাই ভ্যান ! হতাহত শুন্য
বেহাল রাস্তার প্রতিবাদে কুলটিতে পথ অবরোধ করে বিক্ষোভ

মোনালিসা ভোঁসলে কে মনে আছে? মেলার মাঝে কি হয়ে গেল তাঁর সাথে দেখুন -

ভরা মেলার মধ্যে কিছু লোকের হাতে হলেন চরম হেনস্থার শিকার।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
viral-mahakumbh-girl-1737272692244-16_9

File Picture

নিজস্ব সংবাদদাতা: তিনি মালাপসারিণী, অথচ চোখের জাদুতে কেড়েছেন বহু জনের মন। মহাকুম্ভ মেলা দর্শনে এখন সেও একজন দর্শনীয় মহিলা। যারা যাচ্ছেন মহাকুম্ভে, তারাই একবার ঢুঁ মারছেন তাঁর মালার দোকানে। না সবাই যে মালা কিনতে যাচ্ছেন তেমনটা নয়। অনেকে যাচ্ছেন শুধুই তাঁর চোখের গভীরে ডুব দিতে। 

মহাকুম্ভ মেলা শুরু হয়েছে মাত্র ১০ দিন। আর এই ১০ দিনেই মালাপসারিণী বিশাল ভাবে ভাইরাল। নাম - মোনালিসা ভোঁসলে, ইন্দোরের একজন মালা বিক্রেতা। আর এই মুহুর্তে মোনালিসা রয়েছেন মহাকুম্ভে। এই ইনিই ২০২৫ সালের মহাকুম্ভের সময় খ্যাতি অর্জন করেছেন। তবে এবার এই মোনালিসায় পড়লেন চরম বিপদে। 

monalisa-2

ভরা মেলার মধ্যে কিছু লোকের হাতে হলেন চরম হেনস্থার শিকার। এবার এই বিরক্তিকর কারণের জন্যেই শিরোনামে ফিরে এসেছেন মোনালিসা। অনলাইনে তাঁর ভিডিও ভাইরাল হওয়ায়, তাঁর ভিডিও দেখেই কিছু ভক্ত এদিন তাঁর দোকানে এসে তাঁর সাথে অভদ্রতা আচরণ করে বলে জানা যাচ্ছে।

সেই ভিডিওটিও নিজের ইন্সটাগ্রাম পেজে শেয়ার করেছেন মোনালিসা। যেখানে দেখা যাচ্ছে, লাল সালোয়ার পরা অবস্থায় মোনালিসা ভোঁসলেকে। দেখা যাচ্ছে, তাকে ঘিরে থাকা ভিড় থেকে পালানোর চেষ্টা করছেন তিনি। তার পরিবারের একজন সদস্য তাকে দূরে টেনে নিয়ে যাচ্ছেন। অন্যরা তার কাছে যাওয়ার বা তার ছবি তোলার চেষ্টা করছে। এমনকি একজন-দুজন তাঁর হাত ধরেও টানছে। পুরুষদের হাত থেকে তাকে রক্ষা করার চেষ্টা করে তাঁর পরিবারের সদস্যরা।

 

অনেকেই এই ভিডিও দেখে বলেছেন, তার নতুন খ্যাতি তার ব্যবসাকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে। জানা যাচ্ছে, এই অবস্থার কারণে তার বাবা তাকে বাড়িতে ফেরত পাঠিয়ে দিয়েছেন।