নিজস্ব সংবাদদাতা : আজ লখনউ ঈদগাহের ইমাম, মৌলানা খালিদ রশিদ ফিরঙ্গি মহালি জানিয়েছেন, ৩০শে মার্চ ঈদের চাঁদ দেখা গেলে, ৩১শে মার্চ ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।
/anm-bengali/media/media_files/2025/03/30/85kvaTTdsgKxxKSqMlau.jpeg)
এছাড়াও তিনি আরও জানান, ভারতের ইসলামিক সেন্টার সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে মুসলিম সম্প্রদায়ের কাছে রাস্তায় নয়, বরং ঈদগাহ ও মসজিদের ভেতরেই নামাজ আদায় করার আবেদন জানানো হয়েছে।