‘যারা এখনও এই বিল বোঝেনি, তারা আসলে অসুখী’: কিরেন রিজিজু

'রাজনীতিকে একপাশে রেখে বিলটা বুঝুন'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
kiren rijijukl.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরে গিয়ে ওয়াকফ (সংশোধনী) বিল সম্পর্কে ফের মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। সংসদীয় বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এদিন বলেন, “যারা (বিল) বুঝতে পারেনি তারা অসুখী৷ রাজনীতিকে একপাশে রেখে, যারা বিলটিতে আমাদের দ্বারা করা সংশোধনীগুলি বোঝে, তারা জানবে যে এটি আগামী ২ বছর থেকে গরিব, মুসলিম, মহিলা এবং সম্প্রদায়ের জন্য উপকৃত হবে”।

Kiren Rijijuq1.jpg