নিজস্ব সংবাদদাতা: ২ এপ্রিল হতে চলেছে ওয়াকফ সংশোধনী বিল পাশ। যার বিরোধীতা করছে ইন্ডিয়া জোটের সাংসদরা। এদিন সেই সংক্রান্ত বিষয়ের ওপর ইন্ডিয়া জোটের নেতাদের বৈঠক হয়ে গেল সন্ধ্যায়।
/anm-bengali/media/media_files/jNqcSsWFMpAecADnYtIG.jpg)
ওয়াকফ সংশোধনী বিল এবং ইন্ডিয়া জোটের নেতাদের বৈঠক সম্পর্কে ডিএমকে সাংসদ কানিমোঝি এদিন বলেন, “বিজেপি বিভেদমূলক রাজনীতি করে, তাই আমরা জানি তারা কাদের বিরুদ্ধে। আমরা স্পষ্ট করে দিয়েছি যে আমরা সংশোধনী বিলের বিরোধীতা করছি”।