বিজেপি আদর্শভিত্তিক দল ! বিজেপির স্থাপনা দিবসে আর কি বললেন জে পি নাড্ডা ?

বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে, দলের কর্মীদের প্রতি কি বক্তব্য রাখলেন বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা ?

author-image
Debjit Biswas
New Update
JP Nadda

নিজস্ব সংবাদদাতা : আজ বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে, দলের কর্মীদের প্রতি নিজের বক্তব্য রাখলেন বিজেপির জাতীয় সভাপতি জে পি নাড্ডা। তিনি বলেন, “বিজেপি ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে আদর্শগতভাবে যুক্ত, আর তাই আমরা আমাদের আদর্শের সাথে কখনও আপস করি না। আমরা একটি আদর্শভিত্তিক দল এবং একই সঙ্গে আমরা একটি গণভিত্তিক দল।”

modi-rajnath-shah-nadda-sanjay.jpg

এরপর কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা যখন কোনও বুথে যাবেন, তখন যদি সেখানে কোনও জনসংঘ সদস্য বা বিজেপির প্রতিষ্ঠাতা সদস্যকে পান, তাহলে দয়া করে তার বাড়িতে গিয়ে দেখা করে আসবেন।”