নিজস্ব সংবাদদাতা : ওয়াকফ ইস্যুতেও যে জেডিইউ, বিজেপির পাশেই থাকছে তা কার্যত আজ স্পষ্ট হয়ে গেল। কালকে লোকসভায় আবশ্যিক ভাবে সমস্ত সাংসদকে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে, আজই 'থ্রী লাইন হুইপ' জারি করলো জেডিইউ। এর আগে ওয়াকফ ইস্যুতে জেডিইউ-এর অবস্থান নিয়ে বারবার কটাক্ষ করেছেন বিরোধীরা।
/anm-bengali/media/media_files/62sVy899ZcyibWn5nnBK.jpg)
বারবার নীতিশ কুমারকে, 'সেক্যুলারিজম' স্বরণ করানোর তীব্র প্রচেষ্টাও চলেছিল বিরোধীদের পক্ষ থেকে। কিন্তু বিরোধীদের সমস্ত আশা-আকাঙ্খায় কার্যত জল ঢেলে দিয়ে আজ এই 'থ্রী লাইন হুইপ' জারি করা হল জেডিইউ-এর পক্ষ থেকে।