মানুষের নিরাপত্তার স্বার্থে পিংলার পুলিশের মানবিক মুখ
শ্মশানে মুখ থুবড়ে পড়েছে পুর পরিষেবা- দুর্গাপুরের বীরভানপুর মহাশ্মশানে ভুগতে হচ্ছে শ্মশান যাত্রীদের
অবশেষে ঘোষণা হল দলের নতুন সভাপতির নাম, রাজনীতিতে ব্যাপক চমক- বিগ ব্রেকিং
বিগ ব্রেকিং: হিমাচল প্রদেশে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ- দেখুন ভিডিও
দেশজুড়ে বন্ধ ইউপিআই
মুর্শিদাবাদের সহিংসতা- মমতা ব্যানার্জির দিকে বড়সড় ষড়যন্ত্রের অভিযোগ সুকান্তের- কি বললেন? শুধু দেখুন ভিডিও
হাতির দলের হুড়হুড়িয়া জঙ্গলে প্রবেশ, দুশ্চিন্তায় কৃষকেরা
ডাম্পার ও লরির মুখোমুখি সংঘর্ষ, ভয়াবহ দুর্ঘটনা কুলটিতে
দিঘায় নববর্ষের আগে টানা ছুটিতে উপচে পড়া ভিড়

শিক্ষক, শিক্ষিকা ও গ্রুপ-ডি কর্মী হারিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক স্কুলে করুণ চিত্র

শিক্ষক ও গ্রূপ ডি কর্মীর চাকরি চলে যাওয়ায় স্কুল চালানোই দায়ের ব্যাপার হয়ে উঠছে, পিংলার করকাই বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে।

author-image
Debjit Biswas
New Update
SCHOOL

নিজস্ব সংবাদদাতা :  শিক্ষক,শিক্ষিকা ও গ্রুপ-ডি কর্মী হারিয়ে রাজ্যের একাধিক স্কুলে নেমে এসেছে বিপর্যয়। পশ্চিম মেদিনীপুর জেলার চিত্র আরও করুণ। এই জেলার পিংলা থানার অন্তর্গত করকাই ৪ নং অঞ্চলের করকাই বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের চিত্র যেন চোখে জল এনে দেয়। এই স্কুলের মোট ৬ জন কর্মী চাকরি হারিয়েছেন—তাঁদের মধ্যে ৫ জন শিক্ষক এবং একজন গ্রুপ-ডি কর্মী। ফলে শিক্ষার পরিকাঠামো রীতিমতো ভেঙে পড়েছে। এখন স্কুলে বেল মারার কাজ করছেন সহকারী শিক্ষক থেকে শুরু করে প্রধান শিক্ষক পর্যন্ত।

SCHOL

চাকরি হারা এক শিক্ষিকা সাহাবানু বেগম বলেন, “আমি শান্তিনিকেতনের ছাত্রী। আমি যোগ্য হওয়া সত্ত্বেও আজ আমার এই পরিণতি। রাজ্য সরকারের ওপর এখনও ভরসা আছে, দেখা যাক শেষমেশ কী হয়। কিন্তু আমরা সত্যিই চিন্তিত।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যব্রত মাইতি জানান,“আমাদের কাছে এখনও পর্যন্ত সরকারি ভাবে কোনও চিঠি না এলেও, আমরা জানতে পেরেছি ৫ জন শিক্ষক ও ১ জন কর্মীর চাকরি বাতিল হয়েছে আদালতের নির্দেশে। এই অবস্থায় বিদ্যালয় চালানো অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। প্রায় ১২০০ পড়ুয়ার জন্য মাত্র হাতে গোনা কয়েকজন শিক্ষক রয়েছেন। আমরা শিক্ষক নয়, এখন যেন কেরানির কাজ করছি।”
এই ঘটনায় স্কুলে নেমে এসেছে উদ্বেগ ও শোকের ছায়া। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্নচিহ্ন।