নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার, কেশিয়াড়ির বিনন্দপুর গ্রামের এই অন্নপূর্ণা পূজায় আজও বহু দূর-দূরান্ত থেকে মানুষজনেরা এসে ভিড় জমান। জানা গেছে, ১৯৪৯ সালে প্রথম শুরু হয় এই অন্নপূর্ণা পূজা। সেইসময়ে গ্রামে ব্যাপক হারে চলছিল মহামারী। তারপর থেকে এখনও পর্যন্ত হয়ে আসছে অন্নপূর্ণা পূজা।
/anm-bengali/media/media_files/2025/04/06/tcLB7OONXjFtrXswFU5Q.jpeg)
প্রায় আট দিন ধরে এই পূজাকে কেন্দ্র করে চলে উৎসব। বিভিন্ন নামিদামি শিল্পীর দ্বারা অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আর তাতেই আজ শনিবার ফের ভিড় জমলো বিনন্দপুর গ্রামে।