নিজস্ব সংবাদদাতা: সকাল সকাল বড়সড় দুর্ঘটনা ঘটল ঠাকুরপুকুরে। ঠাকুরপুকুরে বাজারে ভিড়ের মধ্যে ঢুকে গেল গাড়ি। পরপর ধাক্কা মারল সাধারণ মানুষকে।
/anm-bengali/media/media_files/2025/04/06/AdU67OrzQyZlXkNdIlBs.png)
৮ থেকে ১০ জনকে ধাক্কা মেরেছে গাড়িটি। সাধারণ মানুষ ঘটনায় ক্ষুদ্ধ। কাউন্সিলরের দিকে নজরদারিতে গাফিলতির অভিযোগ আনছেন সাধারণ মানুষ। আহতদের অবস্থা গুরুতর বলে জানা যাচ্ছে। আটক করা হয়েছে গাড়ির চালককে।