নিজস্ব সংবাদদাতাঃ চন্দ্রযান ৩-এর সাফল্যের জেরে ইসরো (ISRO)-র আত্মবিশ্বাস যে আরও অনেকটাই বেড়ে গিয়েছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ইসরোর আগামী দিনের কিছু সম্ভাব্য মিশন নিয়ে বড় মন্তব্য করলেন ইসরো প্রধান এস সোমনাথ (S Somanath)।
তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘চাঁদ, মঙ্গল ও শুক্র গ্রহে ভ্রমণের সামর্থ্য ভারতের আছে, কিন্তু আমাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে। আমাদের আরও বেশি বিনিয়োগ দরকার এবং মহাকাশ খাতের উন্নয়ন করতে হবে। এর মাধ্যমে সমগ্র জাতির উন্নয়ন হওয়া উচিত, এটাই আমাদের মিশন। প্রধানমন্ত্রী মোদী আমাদের যে ভিশন দিয়েছিলেন তা পূরণ করতে আমরা প্রস্তুত।‘