সদ্য তারা হয়েছেন ভারতের নাগরিক, এবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন দিল্লির বুকে!

অনেকের আবার চোখে জলও ছিল এই ভোট দেওয়ার আনন্দের জন্যে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
maannewsimage05022025_175203_PTI02_05_2025_000452B delhi

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লির মজনু কা টিল্লায় বুধবার এক বিরল দৃশ্য দেখা গেল—পাকিস্তান থেকে আসা ১৮৬ জন হিন্দু শরণার্থী প্রথমবারের মতো তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন। নাগরিকত্ব পাওয়ার পর এবারই প্রথম তারা ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পেলেন, যা তাদের জন্য শুধুই ভোটদান নয়, বরং পরিচিতির একটি স্বীকৃতি ও স্থায়ী আশ্রয়ের প্রতিশ্রুতি বলেই মনে করা হচ্ছে।

স্বাভাবিক ভাবেই এই ভোটদানে খুশি পাকিস্তান থেকে আসা হিন্দু ভোটাররা। যারা এদিন নিজেদের আনন্দ ব্যক্ত করেছেন ভোট দিয়ে। রেশমা নামের একজন ৫০ বছর বয়সী হিন্দু ভোটার, প্রথমবার ভোট দিয়ে উচ্ছ্বাসা প্রকাশ করেছেন। অন্যদিকে, সম্প্রদায়ের সভাপতি ধরমবীর সোলাঙ্কি এই প্রসঙ্গে বলেছেন, “এখন আমাদের ভবিষ্যৎ আরও নিরাপদ, আমরা স্থায়ী বাসস্থান ও জীবিকার নিশ্চয়তা পাব”।

voters up.jpg

এদিন অর্থাৎ ভোটের দিন, মজনু কা টিল্লার ভোটকেন্দ্রে শরণার্থীদের উচ্ছ্বাসা ছিল চোখে পড়ার মতো, তারা সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন। আর প্রত্যেকে নিজেদের ভোটদান প্রয়োগ করেন। অনেকের আবার চোখে জলও ছিল এই ভোট দেওয়ার আনন্দের জন্যে। 

তাঁদের এই ভোট প্রয়োগের জন্যে বেশ কিছু বিষয়ে তারা এবার সাধারণ ভারতীয়র মতই সুযোগ-সুবিধা পাবেন। পাকিস্তানি হিন্দুদের জন্য স্থায়ী বাসস্থান ও কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে এবার। ভারতের বিভিন্ন রাজ্যে থাকা অন্যান্য শরণার্থীরাও ধাপে ধাপে নাগরিকত্ব পেতে পারেন। রাজনৈতিক দলগুলো এবার থেকে এই নতুন ভোটারদের চাহিদার কথা মাথায় রেখে পরিকল্পনা করবে।

aadhaarvoter