নিজস্ব সংবাদদাতা : আজ জম্মু-কাশ্মীরের রাজৌরি সেক্টরে সুন্দরবনী বনাঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে হঠাৎ করে একদল আততায়ী গুলি চালাতে শুরু করে। আর এই ঘটনার পরেই এই অঞ্চলে সক্রিয় হয়ে ওঠে ভারতীয় সেনাবাহিনী। কিছুক্ষনের মধ্যেই ঘিরে ফেলা হয় পুরো এলাকা। বর্তমানে পুরো এলাকা জুড়েই কর্ডন আর সার্চ অপারেশন চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে।