নিজস্ব সংবাদদাতা: ভারতীয় সেনাবাহিনীর রাইজিং স্টার কর্পস ট্যুইট করে বিশাল খবর দিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর রাইজিং স্টার কর্পস জানিয়েছে, ২৭ মার্চ, ২৫ তারিখ থেকে অব্যাহত অভিযানের ফলে দুই সন্ত্রাসী নিহত এবং যুদ্ধের মতো গুদাম উদ্ধার করা সম্ভব হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
/anm-bengali/media/post_attachments/98516fb2-c2c.png)