উরিতে অনুপ্রবেশ, ৩ জঙ্গিকে শেষ করল সেনা, বড় সাফল্য

সকাল থেকেই ভারতীয় সেনার জঙ্গি দমন অভিযান চলছিল। এবার মিলল সাফল্য।

author-image
SWETA MITRA
New Update
uri army.jpg

নিজস্ব সংবাদদাতাঃ জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে বড় জিনিস পেল ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। লাগাতার কয়েকদিন ধরেই ভারতীয় সেনা ও পুলিশ জঙ্গি দমন অভিযানে লিপ্ত হয়েছে। চলমান এনকাউন্টারে প্রাণ ঝরছে দুই পক্ষরই। এরই মাঝে ভারতীয় সেনা বড় তথ্য দিল। জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথ অভিযানে ভারতীয় সেনাবাহিনী শনিবার জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার উরিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি বড় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে তিন জঙ্গিকে নিকেশ করেছে। সেনাবাহিনীর বিবৃতিতে আরও জানানো হয়েছে, নিহত তিন জঙ্গি শনিবার সকাল ৬টা ৪৫ মিনিটে উরির হাতলাঙ্গা ফরোয়ার্ড এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। সেনার তরফে জারি করা এক বিবৃতিতে আরও বলা হয়, ‘জঙ্গিরা ভারতীয় সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে, যার ফলে এনকাউন্টার শুরু হয় এবং তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়।‘ খান্দা অভিযানের বিশদ বিবরণ দিয়ে কর্মকর্তারা বলেন, বন্দুকযুদ্ধে দুই জঙ্গি সেই সময়ে নিহত হয়েছে এবং সেখানে দেহ উদ্ধার করা হয়েছে।‘

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, 'তৃতীয় নিহত সন্ত্রাসীর দেহ উদ্ধারের চেষ্টা করার সময় সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর ব্যাপক গোলাবর্ষণের ঘটনা ঘটে।‘

ভারতীয় সেনা, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে আজ সকালে বারামুল্লার উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করা হয়েছে। যদিও ভারতীয় সেনার তরফে বলা হয়েছে, তল্লাশি অভিযান এখনও চলছে। এর আগে জম্মু ও কাশ্মীর পুলিশ জানায়, দুই জঙ্গি নিহত হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে।

এদিকে, অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকার গাদোলের বনাঞ্চলে 'লুকিয়ে থাকা' জঙ্গিদের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীও টানা চতুর্থ দিনের মতো অভিযান শুরু করেছে। ভারতীয় সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে বারামুল্লার নিয়ন্ত্রণ রেখার কাছে উরি সেক্টরে অনুপ্রবেশের একটি চেষ্টা ব্যর্থ হয়েছে। চিনার কর্পস আরও জানিয়েছে, তিন জঙ্গি এখানে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। তাদের দেহ উদ্ধার করা হয়েছে। তৃতীয় এক সন্ত্রাসীও নিহত হয়েছে। কিন্তু নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি পোস্ট থেকে ক্রমাগত গোলাবর্ষণ হওয়ায় তার দেহ উদ্ধার করা যায়নি। অভিযান এখনও চলছে।