দেশের প্রথম ‘জেনারেশন বিটা’ শিশু, তাক লাগালো মিজোরাম

ভারতের মিজোরামের আইজলে এই প্রজন্মের প্রথম সন্তান জন্ম নিয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
baby genbeta

File Picture

নিজস্ব সংবাদদাতা: ১ জানুয়ারি, ২০২৫ থেকে বিশ্ব জুড়ে শুরু হয়েছে ‘জেনারেশন বিটা’। আর সেই জেনারেশন বিটাতে জন্ম নিল প্রথম শিশু। ভারতের মিজোরামের আইজলে এই প্রজন্মের প্রথম সন্তান জন্ম নিয়েছে।

যা জানা যাচ্ছে, ফ্র্যাঙ্কি রেমরুতদিকা জাদেং নামের বেবি বয়, আইজলের ডার্টল্যাং-এর সিনোড হাসপাতালে ১ জানুয়ারি দুপুর ১২টা ৩ মিনিট নাগাদ জন্মগ্রহণ করে, যা তাকে জেনারেশন বিটার প্রথম জন্ম হিসেবে স্বীকৃতি দিয়েছে।

baby1

জন্মের সময় শিশুটির ওজন ছিল ৩.১২ কেজি এবং সে নতুন প্রজন্মের যুগের সূচনা করল।
হাসপাতালের লমনা ওয়ার্ডের সিস্টার লালছুয়ানওমি জানান, শিশুটি ভালো আছে এবং তার কোনও রকম কোনও সমস্যা নেই।

ফ্র্যাঙ্কি হল তার পরিবারের নতুন সদস্য, যেখানে তার বাড়িতে রয়েছে বড় বোন, মা রামজিরমাউই এবং বাবা জেডডি রেমরুতসাঙ্গা। আইজলের খাতলা পূর্ব এলাকার বাসিন্দা সে।

ভবিষ্যতবাদী মার্ক ম্যাকক্রিন্ডল ২০২৫ থেকে ২০৩৯ সাল পর্যন্ত এই সময়ের জন্মকে ‘জেন বিটা’ বলে উল্লেখ করেছেন। তাঁর কথায়, ২০৩৫ সালের মধ্যে এই ‘জেন বিটা’ বিশ্ব জনসংখ্যার ১৬ শতাংশ হবে৷

McCrindle এর সাইট আরও উল্লেখ করেছে যে ‘জেনারেশন বিটা’ বিবর্তিত বিশ্বের একটি মূল অধ্যায়ের প্রতিনিধি। যার শুরুটা হয়ে গেল ফ্র্যাঙ্কি-র হাত ধরে। 

wchild