৮টি জেলায় ভারী বৃষ্টি, লাল সতর্কতা জারি

লাল সতর্কতা জারি।

author-image
Adrita
New Update
rainfalll.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ সারা উত্তর ভারত জুড়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই আবহে উত্তর ভারত জুড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, আজ বুধবার মধ্যপ্রদেশের অন্তত আটটি জেলায় আগামী ২৪ ঘন্টার মধ্যে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর জন্য রাজ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে, আটটি  জেলা হল যথাক্রমে, গুনা, অশোকনগর, বিদিশা, রাইসেন, নর্মদাপুরম, সেহোর এবং হরদা। 

Daily Manobkantha:: ত্রিপুরাসহ উত্তরপশ্চিম ভারতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা:  Daily Manobkantha

আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে, আগামী ১২ ঘণ্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এটি ধীরে ধীরে ওড়িশা উপকুলের দিকে অগ্রসর হবে। যার জেরে উত্তাল হতে পারে সমুদ্র। যার জন্য আগামী তিনদিন সমুদ্রে ট্রলার নিয়ে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের। আরও জানা গিয়েছে যে, ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হতে হতেই এই নিম্নচাপটি আরও তীব্র শক্তিশালী হয়ে উঠবে এবং ভয়াবহ রূপ নেবে। এর ফলে উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! ফের ভারী বর্ষণে ভাসবে বাংলা ? - West Bengal  Weather Update

তারা আরও জানিয়েছে যে, উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। এই এলাকাড় বেশ কিছু অঞ্চলে ১১৫ থেকে ২০৪ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারা আরও জানিয়েছে যে, চলতি সপ্তাহটি এরকমই চলবে। তবে আগামী সপ্তাহ থেকে হয়তো আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। 

Monsoon 2023, West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের ৫ জেলায় জোরদার  বৃষ্টিপাত হতে পারে ৷ এমনই সতর্কতা আবহাওয়া দফতরের ৷ Big rain update for  North Bengal districts. – News18 বাংলা

আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন যে, গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এবং পুরীর প্রায় ৫০ কিলোমিটার পূর্ব দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। এ ক্ষেত্রে আরও উল্লেখ্য যে, যেহেতু এই নিম্নচাপটি বিশাল আকার ধারণ করে ওড়িশা উপকূলে আছড়ে পড়তে চলেছে, তাই ওই রাজ্যেও জারি করা হয়েছে লাল সতর্কতা। ওডিশার গঞ্জাম, কান্ধমাল, নয়াগড়, খোরধা জেলাগুলিতে অত্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও, বৌধ, বালাঙ্গির এবং পুরী, মালকানগিরি এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে এলাকাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। 

বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper |  Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর

আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন যে, অতি ভারী বৃষ্টিপাতের কারণে কিছু কমজোর এলাকায় ভূমিধসের মত ঘটনাও ঘটতে পারে, সেই কারণেই স্থানীয় বাসিন্দাদের সুরক্ষিত জায়গায় আগে থেকেই সরিয়ে নিয়ে যাওয়ার এবং প্রয়োজনীয় সামগ্রি প্রস্তুত রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। 

Heavy rain in Jammu and Kashmir, several houses were damaged due to a  landslide