নিজস্ব সংবাদদাতা: ভুবনেশ্বরে ১৪ জন কংগ্রেস বিধায়ককে সংসদ থেকে বরখাস্ত করার প্রতিবাদে ওড়িশা বিধানসভার বাইরে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছিল। সেই বিক্ষোভ চলাকালীন পুলিশ লাঠিচার্জ করলে কয়েকজন কংগ্রেস কর্মী আহত হন। পুলিশ তাদের উপর জলকামানও ব্যবহার করে বলে জানা গেছে।
/anm-bengali/media/media_files/2025/03/27/m5Ers7T7Pn2QxEsiDkib.PNG)