নিজস্ব সংবাদদাতা: বছরের প্রথম দিনই কৃষকদের উদ্দেশ্যে নয়া ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। মোদীর উপহারে মুখে হাসি ফুটেছে কৃষকদের। এদিন সেই সংক্রান্ত বিষয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন যে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রীসভা ২০২৫-২৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বিমা প্রকল্পের ধারাবাহিকতা অনুমোদন করার সিদ্ধান্তটি অত্যন্ত প্রশংসনীয়”।
“ডাই-অ্যামোনিয়ামের এককালীন বিশেষ প্যাকেজ বাড়ানোরও অনুমোদন দেওয়া হয়েছে। ১ জানুয়ারী ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত NBS ভর্তুকির বাইরে ফসফেট কৃষকদের কাছে সাশ্রয়ী মূল্যে DAP-এর ক্রমাগত প্রাপ্যতা নিশ্চিত করছে এই প্রকল্প। এই কল্যাণমূলক সিদ্ধান্তগুলি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতির ক্ষেত্রে কৃষকদের আর্থিক নিরাপত্তা দেবে। সারের সাশ্রয়ী এবং অবিচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করা হবে, যা কৃষি উৎপাদন বাড়াবে”।