নিজস্ব সংবাদদাতাঃ ফের জেগে উঠেছে করোনা (Corona)। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান (Union Ministry of Health) অনুযায়ী, ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে সংক্রমিত (Infected with corona) হয়েছে ৬১৫৫ জন। শুক্রবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া (Union Health Minister Mansukh Mandbia)। এই আবহে বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে আগামী ২০ দিনের মধ্যে দেশে করোনা সংক্রমণের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যেতে পারে। ফলে চতুর্থ ওয়েভ (4th Wave) চলে আসতে পারে বলে মনে করছেন তাঁরা। যদিও তারপর থেকে সংক্রমণের হার ক্রমশ কমবে বলে অনুমান তাঁদের।