নিজস্ব সংবাদদাতা: ফের জঙ্গি হানা জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir)। জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত আধিকারিক। গুরুতর আহত তাঁর স্ত্রী ও ভাগ্নি।
ঘটনাকে দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন বিজেপি নেতা কবীন্দ্র গুপ্ত। তিনি আরও বলেন, যে ঘটনা ঘটেছে এর থেকে প্রমাণিত আজও বহু কাশ্মীরি আন্ডারগ্রাউন্ড এজেন্ট হয়ে কাজ করছেন। বেআইনি অনুপ্রবেশকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। তবে জওয়ানরা নজরদাড়ি বাড়িয়েছে। তবে দু'একটা এরকম বিচ্ছিন্ন ঘটনা যখন হয় তখন তা দুঃখজনক। যিনি মারা গিয়েছেন তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চয়ই নেবেন।'
উল্লেখ্য, শ্রীনগরের বিহিবাগ এলাকায় মৃত মঞ্জুর আহমেদের বাড়ি। আচমকা বাড়ি ঢুকে তাঁকে গুলি করে দুই জঙ্গি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুরুতর আহত হন তাঁর স্ত্রী ও ভাগ্নি।