বেহাল রাস্তার প্রতিবাদে কুলটিতে পথ অবরোধ করে বিক্ষোভ
জনতার ক্ষতি পূরণ করাই আসল লক্ষ্য হওয়া উচিৎ ! মেহুল চোকসির গ্রেপ্তারি প্রসঙ্গে কি বললেন রবার্ট বঢরা
ডেবরায় অসুস্থ হনুমানকে উদ্ধার করে চিকিৎসা করালো এলাকাবাসী, পাঠানো হল হিজলীতে
তারা তো বাংলার মধ্যেই রয়েছেন ! মুর্শিদাবাদের ঘরছাড়াদের নিয়ে একি মন্তব্য করলেন ফিরহাদ ?
এবার দিল্লি যাচ্ছেন চাকরিহারারা, যন্তরমন্তরে যাচ্ছেন দাবি পূরণের উদ্দেশ্যে
কংগ্রেস দেশকে সংবিধান উপহার দিয়েছে ! বড় মন্তব্য করলেন কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী শিবকুমার
পার্কস্ট্রিটে ব্রেক ফেল করল বাস, আর তারপরই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা
ওয়াকফ আইন গণতন্ত্রের পরিপন্থী ! ওয়াকফ আইন নিয়ে বড় মন্তব্য করলেন ফারুক আব্দুল্লাহ
পয়লা বৈশাখে ২ হাজার সামগ্রী তৈরির অর্ডার পেলো পিংলার পটচিত্র শিল্পী বাহাদূর চিত্রকর

জঙ্গিদের গুলিতে প্রাণ গেল প্রাক্তন সেনা আধিকারিকের

ঘটনাকে দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন বিজেপি নেতা কবীন্দ্র গুপ্ত। তিনি আরও বলেন, যে ঘটনা ঘটেছে এর থেকে প্রমাণিত আজও বহু কাশ্মীরি আন্ডারগ্রাউন্ড এজেন্ট হয়ে কাজ করছেন। বেআইনি অনুপ্রবেশকে প্রশ্রয় দেওয়া হচ্ছে।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
Guns

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ফের জঙ্গি হানা জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir)। জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত আধিকারিক। গুরুতর আহত তাঁর স্ত্রী ও ভাগ্নি। 

ঘটনাকে দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন বিজেপি নেতা কবীন্দ্র গুপ্ত। তিনি আরও বলেন, যে ঘটনা ঘটেছে এর থেকে প্রমাণিত আজও বহু কাশ্মীরি আন্ডারগ্রাউন্ড এজেন্ট হয়ে কাজ করছেন। বেআইনি অনুপ্রবেশকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। তবে জওয়ানরা নজরদাড়ি বাড়িয়েছে। তবে দু'একটা এরকম বিচ্ছিন্ন ঘটনা যখন হয় তখন তা দুঃখজনক। যিনি মারা গিয়েছেন তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চয়ই নেবেন।'

উল্লেখ্য, শ্রীনগরের বিহিবাগ এলাকায় মৃত মঞ্জুর আহমেদের বাড়ি। আচমকা বাড়ি ঢুকে তাঁকে গুলি করে দুই জঙ্গি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুরুতর আহত হন তাঁর স্ত্রী ও ভাগ্নি।