নিজস্ব সংবাদদাতা: গতকালের ভূমিকম্পের পর কেটে গিয়েছে বেশ কিছু ঘণ্টা। প্রথমে যাবতীয় পরিষেবা বন্ধ রাখা হলেও, পরে ধীরে ধীরে শুরু হয় পরিষেবা। আর বিমান পরিষেবা শুরু হতেই দেশে ফিরছেন ওই দেশে থাকা ভারতীয়রা। এদিন ভোরের বিমানেই কলকাতায় নামেন বহু যাত্রী। আর প্রত্যেকেই প্রায় জানান তাঁদের ভয়াবহ অভিজ্ঞতার কথা।
/anm-bengali/media/media_files/2025/03/29/Y9iEM2bhqMn2dXHN4DCN.png)
ব্যাঙ্কক থেকে আসা একজন যাত্রী, এদিন বলেন, “আমি সেই সময় রাস্তায় ছিলাম। আমি কিছু আকাশচুম্বী ভবন কাঁপতে দেখলাম। একটি ইনফিনিটি পুল থেকে জল উপচে পড়ছিল রাস্তায়। লোকেরা ভয় পেয়েছিল যে ভবনটি ভেঙে পড়তে পারে, কিন্তু তেমন কিছু ঘটেনি এই ভাগ্য! ভূমিকম্পের পর কয়েক ঘণ্টার জন্য গণ পরিবহণও বন্ধ ছিল”।