আজ তুষারপাত না হলে বড় ক্ষতির থেকে রক্ষা! কোথায় ঘনাচ্ছে আশঙ্কা?

তুষারপাত নিয়ে বড় আপডেট।

author-image
Anusmita Bhattacharya
New Update
snowfall gulmurg .jpg

নিজস্ব সংবাদদাতা:মানা (উত্তরাখণ্ড) তুষারধসের ঘটনায় ডিএম চামোলি, সন্দীপ তিওয়ারি মুখ খুললেন। তিনি বলেছেন, "উদ্ধার অভিযান চলছে। ৪৯ জন কর্মীকে উদ্ধার করা হয়েছে। ২৭ জনকে জোশীমঠ আর্মি হাসপাতালে আনা হয়েছে; সবাই স্থিতিশীল... আজ যদি তুষারপাত না হয়, আমরা বদ্রীনাথ পর্যন্ত রাস্তা পরিষ্কার করতে সক্ষম হব। ২২ জন কর্মী মানা আর্মি হাসপাতালে ভর্তি আছেন"।