নিজস্ব সংবাদদাতা: বছর শেষের আগে ফের নক্ষত্র পতন। প্রয়াত পরিচালক ও চিত্রনাট্যকার শ্যাম বেনেগল। বড়দিনের আগেই মন খারাপের খবরে চোখ ভিজল ভারতীয় চলচ্চিত্র জগতের। ২৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ছ’টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরিচালক শ্যাম বেনেগল।
কর্মজীবনে একের পর এক উল্লেখযোগ্য ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তাঁর সৃষ্টিকে মধ্য চলচ্চিত্র যুগ বলে উল্লেখ করা হয়। তাঁর ছবি মানেই নারীদের নিয়ে কথা। তাঁর ছবিতে নারীদের সমান অধিকারের কথা বলা হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
কিছুদিন আগেই ৯০ বছরের জন্মদিনও কাটিয়েছেন তিনি। ১৯৭৬ সালে পদ্মশ্রী সম্মান লাভ করেন তিনি। পেয়েছেন পদ্মভূষণও। বেশ কিছুদিন ধরে বার্ধক্য জনিত কারণে ভুগছিলেন। আর আজ শেষ হল সেই অধ্যায়।
এদিন খবর পাওয়ার পরই শোকের ছায়া নামে চলচ্চিত্র জগতে। মৃত্যুর আগে ভর্তি ছিলেন হাসপাতালে। তাই এদিন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল কে এই খবর পাওয়ার পরই দেখা যায় হাসপাতালে যেতে। মুম্বাই সেন্ট্রালের ওয়াকহার্ট হাসপাতালে ভারতীয় চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার শ্যাম বেনেগালের মরদেহ হাসপাতালে রাখা রয়েছে। সেখানেই যাচ্ছেন অনেক সেলিব্রিটি।