নিজস্ব সংবাদদাতাঃ কুয়াশার আস্তরণে ছেয়ে গেছে দিল্লির কালিন্দী কুঞ্জ। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের মতে, আজ এই এলাকার বাতাসের গুণমান 'সিভিয়ার' ক্যাটাগরিতে রয়েছে। /anm-bengali/media/post_attachments/29b75ead-657.png)
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, এই এলাকায় দূষণের মাত্রা অত্যধিক বেড়ে যাওয়ার ফলে, যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। শুধু তাইই নয়, পুরোনো গাড়ির ব্যবহারের ক্ষেত্রে ট্র্যাফিক পুলিশরা সেইসব গাড়ির বৈধ কাগজপত্র দেখার পরেই সেগুলিকে যাতায়াতের অনুমতি দিচ্ছে।
/anm-bengali/media/post_attachments/debe87f5-b1d.png)