দিল্লি নির্বাচনের দায়িত্ব ইউপির উপ-মুখ্যমন্ত্রীর কাঁধে, গুরুত্ব পাচ্ছে সেই হিন্দু ধর্ম

ব্রজেশ পাঠককে দিল্লির সমস্ত মন্দির পরিদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
elections1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠককে দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। যতদিন না ভোট মিটছে, ততদিন রাজধানীতে পর্যবেক্ষকের দায়িত্বে থাকবেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী। ব্রজেশ পাঠককে মোতায়েন করার পদক্ষেপটি বিজেপির নির্বাচনী কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ বলেই মনে করা হচ্ছে। পাঠক, যিনি ইউপিতে বিজেপির ব্রাহ্মণ মুখ হিসাবে পরিচিত, চাঁদনী চক লোকসভা কেন্দ্রের ১০টি বিধানসভা আসনের ভোটারদের মন জয় করতে কাজ করছেন সেই তিনিই। বিশেষত পূর্বাঞ্চলি ভোটারদের আকৃষ্ট করার জন্য বিজেপির প্রচেষ্টার অন্যতম অংশীদার এই ব্রজেশ পাঠক।

চাঁদনী চকের প্রায় ৩০% লোক পূর্বাঞ্চল থেকে এসেছে। যার মধ্যে ২০% পূর্ব ইউপির। ব্রজেশ পাঠক এবং তার দল পূর্বাঞ্চলি ভোটারদের মন জয় করতে চাঁদনী চকের প্রতিটি এলাকায় ভোটের প্রচারের কাজ করছেন। বুথ ব্যবস্থাপনা, ভোটার তালিকা স্ক্রিনিং এবং বুথ-স্তরের কর্মীদের সাথে সমন্বয় করার কাজও দায়িত্বের সাথে পালন করছেন উপ-মুখ্যমন্ত্রী।

brajeshpathakw1.jpg

এমনকি ব্রজেশ পাঠককে দিল্লির সমস্ত মন্দির পরিদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে। মন্দিরের পুরোহিতদের সাথে বৈঠক করছেন তিনি। বৈঠকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের অধীনে যে সকল ধর্মীয় উন্নয়ন হয়েছে, সেই সকল বিষয় দিল্লির মানুষের কাছে তুলে ধরার কথা বলা হচ্ছে তাঁদের। 

বিজেপির রণকৌশল – 

১) দিল্লির প্রায় এক তৃতীয়াংশ ভোটার পূর্বাঞ্চলি, যা বিজেপি তাদের নির্বাচনী পরিকল্পনার কেন্দ্রে রেখেছে।
২) মন্দির এবং ধর্মীয় সম্প্রদায়ের মাধ্যমে ভোটারদের ধর্মীয় আবেগ কাজে লাগানোর চেষ্টা করছে দলটি।
৩) ইউপিতে ব্রাহ্মণ এবং হিন্দুত্ববাদী রাজনীতির প্রতীক হিসেবে যোগী আদিত্যনাথকে ধরা হয়। দিল্লিতে তাঁকেই উদাহরণ হিসাবে দেখাচ্ছেন ব্রজেশ পাঠক।

d