নিজস্ব সংবাদদাতা : রামনবমীর উৎসব উপলক্ষ্যে আজ থেকেই সেজে উঠেছে অযোধ্যার রাম মন্দির। আজ সকাল থেকেই অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরকে রঙিন ফুলে সুসজ্জিত করে তোলা হয়েছে। চৈত্র নবরাত্রির নবম ও শেষ দিনে রাম নবমী পালিত হয়।
/anm-bengali/media/media_files/2025/03/30/tIvSmAtYZDC7xgxJFvUt.jpeg)
যেহেতু এই উৎসব ভগবান রামচন্দ্রের জন্মদিবস উপলক্ষ্যে পালিত হয়,তাই ভক্তদের জন্য এটি একটি বিশেষ শুভ দিন।