নিজস্ব সংবাদদাতা: বাল ঠাকরের কণ্ঠস্বরকে এআই-এর মাধ্যমে পুনর্নির্মাণের জন্য শিবসেনা ইউবিটির সমালোচনা করার বিষয়ে বিজেপির সমালোচনা প্রসঙ্গে এনসিপি-এসসিপি বিধায়ক রোহিত পাওয়ার বলেন, "বিজেপিও এআই ব্যবহার করে। যদি তারা এটিকে ভুল বলে, তাহলে বিজেপি বেশ কয়েকবার যা করেছে তাও ভুল।"
/anm-bengali/media/post_attachments/ec077f4e-1e0.png)