নিজস্ব সংবাদদাতা : আগামী ২রা এপ্রিল, সংসদে ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ বিবেচনা ও পাস করানোর জন্য উপস্থাপন করা হবে। আর এবার এই বিষয়কে কেন্দ্র করেই, লোকসভায় আগামী তিন দিনের জন্য 'থ্রি লাইন হুইপ' জারি করলো কংগ্রেস ।
/anm-bengali/media/media_files/VZELhlM8KMEGbGEV5Q8n.webp)
উল্লেখ্য, কংগ্রেসের পক্ষ থেকে এই 'থ্রি লাইন হুইপ' জারি করার অর্থ হল এই যে, কংগ্রেসের পক্ষ থেকে কংগ্রেসের সমস্ত সাংসদদের আগামী তিন দিন লোকসভায় অবশ্যই উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং দলীয় অবস্থান অনুযায়ী ভোট দেওয়ার কথা বলা হয়েছে।