ফের মুখ্যমন্ত্রী হোক নীতীশ, চাইছে না এই NDA শরিক দল?

জেডিইউ-র এনডিএ-তে ফেরা নিয়ে খুশি নয় এই শরিক দল?

author-image
SWETA MITRA
New Update
modi chirag.jpg

 নিজস্ব সংবাদদাতাঃ নীতীশ কুমার বিহারের (Bihar) মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। সেইসঙ্গে বিহারের মহাজোট সরকার তাসের ঘরের মতো যে ভেঙে পড়েছে তা বলাই বাহুল্য। এদিকে এনডিএ-তে যোগ দেওয়া এবং নীতীশ কুমারের বিহারের মুখ্যমন্ত্রী পদে ফের শপথ নেওয়ার বিষয়ে বড় দাবি করলেন লোক জনশক্তি পার্টির (রামবিলাস) সভাপতি চিরাগ পাসওয়ান (Chirag Paswan)। তিনি বলেছেন, " এনডিএ শরিক হিসেবে আজ শপথ অনুষ্ঠানে যোগ দেব। এটা আনন্দের বিষয় যে বিহারে এনডিএ ক্ষমতায় আসছে। আমাদেরও 'বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট'-এর স্বপ্ন রয়েছে। আমি আগেও বলেছি যে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে আমার নীতিগত মতপার্থক্য রয়েছে এবং এখনও আমার সেই মতপার্থক্য রয়েছে। তার নীতি অনুযায়ী কাজ চলতে থাকলে আগামী সময়েও মতপার্থক্য অব্যাহত থাকবে। আমি বরাবরই বিশ্বাস করি যে ওঁর নীতি বিহারের উন্নয়নকে সহায়ক করতে পারেনি।“