ব্রহ্মপুত্র নদীর ওপরে চীনের বাঁধ! চিন্তা বাড়াচ্ছে ভারতের

ভারত জানিয়েছে, ব্রহ্মপুত্র নদের ওপর বাঁধে সেখানের ইকোসিস্টেম নষ্ট হয়ে যাবে।

author-image
Tamalika Chakraborty
New Update
Himanta Biswaq1.jpg

নিজস্ব সংবাদদাতা: ব্রহ্মপুত্র নদে চীনের প্রস্তাবিত বাঁধের বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ বলেছেন, "এই বিষয়টি ইতিমধ্যেই আমাদের নজরে রয়েছে। ভারত সরকার তার উদ্বেগ চীনা পক্ষকে জানিয়ে দিয়েছে। আমি নিশ্চিত যে সংলাপ প্রক্রিয়ায়, যা বর্তমানে চলছে। ভারত ও চীনের মধ্যে আলোচনায় এই বিষয়টি উঠে আসবে। আমরা ইতিমধ্যেই জানিয়েছি যে যদি এই বাঁধ হয় তবে ব্রহ্মপুত্র ইকোসিস্টেম ভঙ্গুর এবং শুষ্ক হয়ে যাবে এবং তারপরে আমরা অরুণাচল প্রদেশ এবং ভুটানের বৃষ্টির জলের উপর নির্ভর করব। অরুণাচলের মুখ্যমন্ত্রীও এই বিষয়টি ভারত সরকারের কাছে উত্থাপন করেছেন।"

himanta bishwaq.jpg