নিজস্ব সংবাদদাতাঃ আজ ছট পুজোর তৃতীয় দিন। ছটের ভক্তরা আজ অস্তগামী সূর্যকে 'অর্ঘ্য' নিবেদন করেছেন। ছট উপলক্ষ্যে দিল্লির আইটিওতে ছট পুজোর আচার পালন করা হয়। এদিন ভক্তরা গঙ্গায় এক গলা জলে দাঁড়িয়ে সূর্যকে প্রণাম জানায়।