‘বিদ্যুৎহীন আজও থাকতাম, যদি কংগ্রেস থাকত’: প্রধানমন্ত্রী
উড়িয়ে দেওয়া হবে গাড়ি, হত্যা করা হবে সালমানকে ! এল হুমকি ফোন, তারপর ?
ক্যান্সারে আক্রান্ত মেহুল চোকসি, এই বিষয়টিই এবার কাজে লাগাচ্ছে তাঁর আইনজীবী
বন্ধ হয়ে যাবে সাঁতরাগাছির পুরোনো টিকিট কাউন্টার ! ১৫ই এপ্রিল থেকে নিউ বিল্ডিংয়ে পরিষেবা শুরু হবে
সরকারি যাত্রী প্রতীক্ষালয় এখন মিষ্টান্ন ভান্ডার! ক্ষোভে যাত্রীরা, দুর্গাপুরে অভিনব দৃশ্য
কলকাতায় হিন্দুত্ববাদী পতাকা বাস থেকে খুলে নেওয়া হল, এবার কুলটিতে বাসে বাসে টাঙানো হল পতাকা
পিছনের টায়ার ফেটে উল্টে গেল ধান বোঝাই ভ্যান ! হতাহত শুন্য
বেহাল রাস্তার প্রতিবাদে কুলটিতে পথ অবরোধ করে বিক্ষোভ
জনতার ক্ষতি পূরণ করাই আসল লক্ষ্য হওয়া উচিৎ ! মেহুল চোকসির গ্রেপ্তারি প্রসঙ্গে কি বললেন রবার্ট বঢরা

ধোনির দুর্দান্ত স্টাম্পিং, নূর আহমেদের ঘূর্ণিতে বিপর্যস্ত মুম্বই

আইপিএলে প্রথম ম্যাচে জয় চেন্নাই সুপার কিংসয়ের।

author-image
Tamalika Chakraborty
New Update
chennai super kings

নিজস্ব সংবাদদাতা: রবিবার চিপকে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ইনিংসের শুরুতেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই। সেখান থেকে অধিনায়ক সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা মিলে দলকে কিছুটা স্থিতিশীল করার চেষ্টা করেন। তবে ১১তম ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর অনবদ্য ক্ষিপ্রতায় স্টাম্প আউট হন সূর্যকুমার, যা কার্যত মুম্বইয়ের পরাজয়ের সূচনা করে।

সূর্য মাত্র ২৯ রান করেন, তিলক বর্মা করেন ৩১। ইনিংসের শেষদিকে দীপক চাহারের ২৮ রানের লড়াকু ইনিংসে সম্মানজনক স্কোরে পৌঁছায় মুম্বই। তবে এই ধ্বংসযজ্ঞের মূল কারিগর ছিলেন নূর আহমেদ। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। মুম্বইয়ের ইনিংস থামে ১৫৫ রানে।

chennai wins

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংসও ভালো শুরু করতে পারেনি। দ্বিতীয় ওভারেই রাহুল ত্রিপাঠী ফিরে যান প্যাভিলিয়নে। তবে এরপর ইনিংসের হাল ধরেন রাচীন রবীন্দ্র এবং অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। তারা দুজন ৬৭ রানের পার্টনারশিপ গড়েন। মাত্র ২৬ বলে বিধ্বংসী ৫৩ রান করেন ঋতুরাজ, যিনি মুম্বইয়ের তরুণ স্পিনার ভিগনেশ পুথুরের শিকার হন।

ভিগনেশের স্পিনে খানিকটা লড়াইয়ে ফেরে মুম্বই। একে একে শিবম দুবে, দীপক হুডা, স্যাম কুরানরা ফিরে যান প্যাভিলিয়নে। তবে শেষদিকে রাচীন রবীন্দ্র (৬৫) এবং রবীন্দ্র জাদেজার ধৈর্যশীল ব্যাটিং চেন্নাইকে সহজেই জয় এনে দেয়। ম্যাচ শেষ করতে দুটো বলের জন্য মাঠে নামতে হয় মহেন্দ্র সিং ধোনিকেও।