নিজস্ব সংবাদদাতা: রবিবার চিপকে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ইনিংসের শুরুতেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই। সেখান থেকে অধিনায়ক সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা মিলে দলকে কিছুটা স্থিতিশীল করার চেষ্টা করেন। তবে ১১তম ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর অনবদ্য ক্ষিপ্রতায় স্টাম্প আউট হন সূর্যকুমার, যা কার্যত মুম্বইয়ের পরাজয়ের সূচনা করে।
সূর্য মাত্র ২৯ রান করেন, তিলক বর্মা করেন ৩১। ইনিংসের শেষদিকে দীপক চাহারের ২৮ রানের লড়াকু ইনিংসে সম্মানজনক স্কোরে পৌঁছায় মুম্বই। তবে এই ধ্বংসযজ্ঞের মূল কারিগর ছিলেন নূর আহমেদ। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। মুম্বইয়ের ইনিংস থামে ১৫৫ রানে।
/anm-bengali/media/media_files/2025/03/23/vpBN3lHD4TttGtNmxyz2.JPG)
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংসও ভালো শুরু করতে পারেনি। দ্বিতীয় ওভারেই রাহুল ত্রিপাঠী ফিরে যান প্যাভিলিয়নে। তবে এরপর ইনিংসের হাল ধরেন রাচীন রবীন্দ্র এবং অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। তারা দুজন ৬৭ রানের পার্টনারশিপ গড়েন। মাত্র ২৬ বলে বিধ্বংসী ৫৩ রান করেন ঋতুরাজ, যিনি মুম্বইয়ের তরুণ স্পিনার ভিগনেশ পুথুরের শিকার হন।
ভিগনেশের স্পিনে খানিকটা লড়াইয়ে ফেরে মুম্বই। একে একে শিবম দুবে, দীপক হুডা, স্যাম কুরানরা ফিরে যান প্যাভিলিয়নে। তবে শেষদিকে রাচীন রবীন্দ্র (৬৫) এবং রবীন্দ্র জাদেজার ধৈর্যশীল ব্যাটিং চেন্নাইকে সহজেই জয় এনে দেয়। ম্যাচ শেষ করতে দুটো বলের জন্য মাঠে নামতে হয় মহেন্দ্র সিং ধোনিকেও।